‘নেদারল্যান্ডসের কাছে হারবে বাংলাদেশ’

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৪, ১৪:২৯
অ- অ+

ইয়ান বিশপকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বাংলাদেশের ক্রিকেটের অকৃত্রিম বন্ধু বলা যায় তাকে। যুবাদের বিশ্বকাপ জয়ের মুহুর্তটায় আকবর আলীদের প্রশংসায় ভাসিয়েছিলেন তিনি। কিন্ত ক্রিকইনফোর সঙ্গে আলাপ করতে গিয়ে বিশপ এবার বাংলাদেশকেই যেন খোঁচা দিলেন।

বিশ্বকাপে ছোট দেশগুলোর কাছে হারের ঝুঁকিতে কারা বেশি? এমন প্রশ্নের বিপরীতে সাবেক এই পেস বোলারের মুখে এলো বাংলাদেশের নামটাই। তার মতে, এবারের বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। আরেক সহযোগী প্রতিপক্ষ নেপাল কেমন করছে- সেদিকেও আলাদা নজর রাখবেন তিনি।

ইয়ান বিশপকে বড় দলের বিপক্ষে ছোট দলের জয়ের সম্ভাবনা আছে এমন একটি ম্যাচের কথা জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস।’

তার এমন কথাকে বাড়াবাড়ি বলার জো নেই। ২০২২ বিশ্বকাপেই নেদারল্যান্ডসকে হারাতে ঘাম ঝরেছিল টাইগারদের। শেষদিকে দারুণ বোলিংয়ের সুবাদে জয় এসেছিল মোটে ৯ রানে। আর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে তো হেরেই বসে ডাচদের কাছে। এই ম্যাচ ছাড়াও বাংলাদেশের গ্রুপসঙ্গী নেপালের দিকেও নজর থাকবে বিশপের, ‘নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’

বিশপ নিজে পেসার ছিলেন। সেরা বোলিং লাইনআপের প্রশ্নে তাই চার পেসারে গড়া পাকিস্তানকেই বেছে নিলেন অবলীলায়, ‘পাকিস্তানের সবাই যদি ফিট থাকে, তাহলে তাদের বোলিংয়ের ভারসাম্য বেশ ভালো। নাসিম শাহ, শাহিন আফ্রিদির সঙ্গে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম আছে। তাদের যে প্রতিভা, সেদিক থেকে আমি পাকিস্তানের বোলিং আক্রমণকে সেরা বলব।’

ফেবারিটের প্রশ্নে অবশ্য নিজেদের ওয়েস্ট ইন্ডিজকেই বেছে নিয়েছেন তিনি। সেটাও লম্বা ব্যাটিং লাইনআপের কারণে, ‘টুর্নামেন্টের দুটি ফেবারিট দলের কথা বলতে গেলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে হবে। আশা করছি ওরা ব্যাটিং দিয়ে আমাদের শিরোপা এনে দেবে। আরেকটি দল হলো ভারত।’

(ঢাকাটাইমস/০৩জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’:  নাহিদ ইসলাম
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা