শরীয়তপুরে বজ্রপাতে কিশোর নিহত

বৃষ্টির সময় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে রাসেল বেপারী (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরের দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের পুর্ব হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল কোদালপুর ইউনিয়নের পূর্ব হাজীপাড়া গ্রামের রশিদ বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে মাঠ থেকে ছাগল আনতে বাড়ি থেকে বের হয় রাসেল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আহত হয়ে রাস্তার ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান বলেন, কিশোর রাসেলকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে রাসেল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/০৩জুন/ প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন