চার অতিরিক্ত সচিব নতুন দায়িত্বে, দুইজন অবসরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৪, ২২:২১
অ- অ+

অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া একই পদমর্যাদার দুই কর্মকর্তা অবসরে যাচ্ছেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মুসরাত মেহ্ জাবীনকে পরিকল্পনা বিভাগে, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে খাদ্য মন্ত্রণালয়ে এবং বিয়ামের পরিচালক মো. আব্দুল মান্নানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদায়ন করা হলো।

এছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু বকর সিদ্দিক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. মাহাবুবুর রহমান চাকরি থেকে অবসরে যাচ্ছেন।

ঢাকাটাইমস/০৩জুন/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা