আরও কট্টরপন্থিদের হাতে যাচ্ছে ইরান?

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিশ্চিতের পরপরই আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান। গত ৩০ মে থেকে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী নিবন্ধন। ইতোমধ্যেই দেশটির বেশ কয়েকজন প্রবীণ রাজনীতিবিদ নিবন্ধন সম্পন্ন করেছেন, যার মধ্যে দেশটির কট্টরপন্থি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও রয়েছেন। রবিবার তিনি নিবন্ধন করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাদের কড়া সমালোচনার জন্য আহমাদিনেজাদের পরিচিতি রয়েছে। তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেসময় তিনি বেশ কয়েকবার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দেন।
এর আগে ২০১৭ সালেও তিনি নির্বাচন করতে চেয়েছিলেন। সেসময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাকে নিষেধ করেছিলেন। তবে খামেনির নিষেধ অমান্য করেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে নির্বাচনে দাঁড়াতে দেয়নি দেশটির গার্ডিয়ান কাউন্সিল। তবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পাবেন কি না তা জানার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, দেশটিতে কে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন, কে পারবেন না, সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত ‘গার্ডিয়ান কাউন্সিল’। এই কাউন্সিলের সদস্যদের নিয়োগ দেন ইরানি সর্বোচ্চ নেতা।
এদিকে দেশটির কট্টরপন্থি সাবেক নারী আইন প্রণেতা জোহরেহ এলাহিয়ান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। গার্ডিয়ান কাউন্সিল অনুমোদন দিলে তিনি হবেন ইরানে ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম নারী৷
৫৭ বছর বয়সি এলাহিয়ান একজন চিকিৎসক এবং ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সাবেক সদস্য। তিনি দুবার সংসদে নির্বাচিত হন।
অন্য কট্টরপন্থিদের মতো, ইলাহিয়ান বাধ্যতামূলক হিজাবের নিয়ম সমর্থন করেন। গত মার্চে ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনে জড়িত বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা।
ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার রিপোর্টে বলা হয়েছে, ৩০ মে প্রার্থীদের নিবন্ধন শুরু হয়ে ৩ জুন পর্যন্ত চলবে। আগামী ১১ জুন যাচাই-বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল এবং আগামী ১২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত মোট ১৪ দিন প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আর নির্বাচন হবে আগামী ২৮ জুন।
এদিকে সোমবার শেষ দিনে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিবন্ধন করেছেন সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির অধীনস্থ ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গিরি।
এছাড়াও সোমবার নিবন্ধিত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে সাবেক আইন প্রণেতা ইলিয়াস নাদেরান, হাসান সোবহানি, হাসান কামরান দাস্তজেরদি এবং ওয়াহিদ জালালজাদেহ রয়েছেন।
এর আগে গত ১৯ মে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানের খোদা আফারিন অঞ্চলে একটি বাঁধ উদ্বোধনের পর ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি।
সফরে তিনটি হেলিকপ্টার ছিল। বেশ কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাকে বহনকারী দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে। তবে বৈরী আবহাওয়া ও কুয়াশার কারণে সমস্যায় পড়ার পরে ক্র্যাশ ল্যান্ডিং করে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি।
হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, তাবরিজের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল-ই-হাশেম, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমেতিসহ মোট ৯ জন আরোহী ছিলেন।
প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি দুই মাস এ দায়িত্ব পালন করবেন।
ইরানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের অসুস্থতা, মৃত্যু, অভিশংসন বা সংসদ কর্তৃক অপসারণের ফলে দায়িত্ব পালন করতে অপারগ হলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট।
একই সঙ্গে সংসদ এবং বিচার বিভাগের প্রধানদের সাথে যৌথভাবে পরবর্তী সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবেন তিনি। এই সব কিছুই হতে হবে সর্বোচ্চ নেতার অনুমোদন সাপেক্ষে। কারণ ইরানের যেকোনো বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত।
(ঢাকাটাইমস/০৩জুন/এমআর)

মন্তব্য করুন