গাবতলীর ‘পর্বত’ ভেঙে মাল্টিপ্লেক্স হলসহ মার্কেট বানাচ্ছেন ডিপজল

মনোয়ার হোসেন ডিপজল। যাকে একসময়ের ভয়ংকর খল অভিনেতা হিসেবেই সারা দেশের মানুষ চেনে। কিন্তু অভিনেতা পরিচয়ের পাশাপাশি ডিপজল একজন ব্যবসায়ী। পরিবহনসহ নানা কিসিমের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। তার মধ্যে ঢাকার গাবতলীতে ছিল ‘পর্বত’ নামে একটি সিনেমা হল।
একটা সময় বেশ জনপ্রিয় ছিল ডিপজলের এই সিনেমা হল। যখন কি না বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি দিন ছিল। কিন্তু চলচ্চিত্র এবং দর্শক খরায় দীর্ঘদিন ধরে বন্ধ ডিপজলের ‘পর্বত’ সিনেমা হল। সে কারণে হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ‘মুভি লর্ড’ খ্যাত এই অভিনেতা ও প্রযোজক।
ডিপজল নিজেই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
তবে যেকোনো কিছু ভাঙা হয় আরও ভালো কিছু গড়ার জন্য। ডিপজলও তাই করছেন। পর্বত সিনেমা হলটি ভেঙে সেখানে বিশাল মার্কেট নির্মাণ করছেন এই ব্যবসায়ী অভিনেতা। শুধু তাই নয়, মার্কেটের উপরে নির্মাণ করছেন মাল্টিপ্লেক্স হল। তিনটি বিশাল স্ক্রিন নিয়ে চলবে সেই মাল্টিপ্লেক্স।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে দেশে প্রায় ১ হাজার ২৫০টি সিনেমা হল ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে দেড়শতে। এর মধ্যে আবার মাত্র ৬০টি পুরোদমে সচল। বাকিগুলো রয়েছে বন্ধ হওয়ার ঝুঁকিতে। ডিপজলের ‘পর্বত’ হলটি ছিল বহুদিন ধরে বন্ধ। সে কারণেই ভাঙার সিদ্ধান্ত।
এদিকে, সম্প্রতি চেম্বার আদালত থেকে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের সাধারণ সম্পাদক পদ ফিরে পান ডিপজল। সমিতির এবারের নির্বাচনে তিনি এই পদে জিতেছিলেন। তবে ভোটে কারচুপির অভিযোগ এনে পদটির উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার।
এরপর সেই রিটের শুনানিতে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের উপর স্থগিতাদেশ দিয়ে দেন হাইকোর্ট। তার প্রেক্ষিতে ডিপজল আবেদন করেন চেম্বার আদালতে। সেখান থেকে সুবিচার পান তিনি। ফলে সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ডিপজলই আগামী দুই বছর দায়িত্ব সামলাবেন।
(ঢাকাটাইমস/০৩জুন/এজে)

মন্তব্য করুন