মাছ ধরতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৩:০৯ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ১৩:০৫

টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে একাব্বর হোসেন (৫০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তরফপুর গ্রামের আরিবিলে এই ঘটনা ঘটে।

একাব্বর উপজেলার তরফপুর গ্রামের নেদু মিয়ার ছেলে। ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তিনি।

একাব্বরের বড় ভাই শুকুর আলী জানান, সকালে এলাকার লোকজনের সঙ্গে পলো নিয়ে আরিবিলে মাছ ধরতে যায় একাব্বর। সাড়ে নয়টার দিকে জানতে পারি সে অসুস্থ হয়ে মারা গেছে। একাব্বর হার্টের রোগী ছিলেন বলে জানান তিনি।

এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা একাব্বর হোসেনের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ।

ঢাকাটাইমস/২১নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :