ছিনতাইয়ে বাধা, হিজড়াদের হামলায় চোখ হারালেন এসআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৪, ১৩:৪৪| আপডেট : ০২ জুন ২০২৪, ১৪:২৫
অ- অ+

রাজধানীর পরীবাগ এলাকায় হিজড়াদের হামলায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) চোখ নষ্ট হয়ে গেছে। আহত উপ-পরিদর্শকের (এসআই) নাম মো. মোজাহিদ।

শনিবার রাত সাড়ে তিনটার দিকে পরীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় পুলিশ উপস্থিত হলে তারা হামলা করে। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একটি ইট এসআই মোজাহিদের চোখে গিয়ে পড়ে। তার চোখের চশমার কাচ ভেদ করে চোখে মারাত্মকভাবে আঘাত করে। এতে মোজাহিদের একটি চোখ নষ্ট হয়ে গেছে।

রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, “হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে এসআই মিজানের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন।”

তিনি আরও বলেন, “এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে।”

আরও কয়েকটি অপারেশন লাগবে বলে তিনি জানান। এ ঘটনায় জড়িত তিন হিজড়াকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০২জুন/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা