নিরাপত্তা ঝুঁকিতে অ্যানড্রয়েড ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৮, ১৫:১৪

নিরাপত্তা ঝুঁকিতে আছে ৫০ শতাংশেরও বেশি অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী। এসব ফোনে পাসওয়ার্ড ব্যবহার করা হয় না। এছাড়াও ফোনে ব্যবহৃত হচ্ছে না অ্যান্টি থেপট অপশন। সম্প্রতি একটি জরিপে এই তথ্য জানা গেছে।

জরিপ বলছে সারা বিশ্বে যত স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে তার মধ্যে ৪৭ শতাংশেরও কম ফোনটিকে সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার করেন। ১৪ শতাংশ ব্যবহারকারী ফোনের ফাইল ও ডকুমেন্টস সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড দিয়ে রাখেন।

জরিপ এও বলছে মাত্র ৪১ শতাংশ অ্যানড্রয়েড ব্যবহারকারী তাদের ফোনের তথ্য ব্যাকআপ রাখেন।

জরিপটি পরিচালনা করেছে রাশিয়া ভিত্তিক সাইবার সিকিউরিটি কোম্পানি ক্যাসপারিস্কি ল্যাব।

জরিপ শেষে প্রতিষ্ঠানটির প্রডাক্ট মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট ডিমিট্রি অ্যালেশিন বলেন, আমরা আমাদের ফোনকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করতে পছন্দ করি। কিন্তু কখনো কি ভেবেছি এর সুরক্ষা ব্যবস্থা নিয়ে? ফোনের সুরক্ষার জন্য পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে। ফাইলগুলোওকে পাসওয়ার্ড দিয়ে রাখা জরুরি। এমনকি ফোনের ব্যাকআপও রাখতে হবে। যাতে ফোনটি হারিয়ে গেলে এর তথ্য বেহাত না হয়।’

(ঢাকাটাইমস/৭জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :