‘সহজ জয় হলেও আমরা পারিনি’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১১:২৯ | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৮, ১১:০৯

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই এমন হারের ভূতই আবারও পেল বাংলাদেশের। সেদিনের মত শেষের ট্র্যাজেডির নাম মুশফিক ও মাহমুদউল্লাহ! সেই ম্যাচে দারুণ শুরুর পর তাদের বিদায়ে ধস নামে টাইগার শিবিরে। আজও তেমনটাই রুপ নিল।

ম্যাচ শেষে এমন ফিনিশিংয়ের ব্যর্থতা মেনে নিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জানান,‘এমন ভাবে এই প্রথমবার হারছি না। কিছুদিন ধরে বারবার হয়েছে এটা। এমন হার আসলেই অনেক হাতাশার। তবে সত্যিকার অর্থে বললে, আমরা এই ধরনের ভুল বারবার করছি। এই ধরনের পরিস্থিতিতে হয়ত নার্ভ আরও সহজ রাখা যেত। বল প্রতি রান দরকার ছিল। সহজ ভাবে খেলাটা শেষ করা উচিত ছিল আমাদের। যেটা আমরা করতে পারিনি।’

ফিনিশিংয়ের অভাবে আরো একবার জয়ের কাছে এসে ব্যর্থ হলো বাংলাদেশ। সহজ ম্যাচকে কঠিন করে আবারো স্নায়ুর লড়াইয়ে হারল বাংলাদেশ। দুই ওভারে যখন দরকার ১৪ রান, হাতে তখন ছয় উইকেট। এমন সময়ে পরাজয়টাই যেন কঠিন। কিন্তু এমন কঠিন কাজটাই করে দেখালো টাইগাররা। সিনিয়রদের লড়াইয়ে জয়ের প্রান্তে এসেও জুনিয়রদের ব্যর্থতায় দারুণ জয় উপহার পেল ওয়েস্ট ইন্ডিজ।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :