প্রধানমন্ত্রীর সহকারীর নামে চাঁদাবাজি, ভাই-বোন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৯:০৪ | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৮, ১৮:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পূর্ব বিভাগের একটি দল এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন মোহাম্মদ আলী (৪০) ও নাহিদ সুলতানা (২৭)।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজন সম্পর্কে ভাই-বোন। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানায়।

শুক্রবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন।

আব্দুল বাতেন জানান, গ্রেপ্তারকৃতরা মোবাইলে ড. আবদুস সোবাহান গোলাপের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছিল। তারা বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে সুকৌশলে দেশের স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করতেন।

তারা দুইজন ছয়টি নাম্বার থেকে ফোন করতেন। এরপর বিভিন্ন কথা বলে এবং পদ পদবি পাইয়ে দেওয়ার কথা বলে দুটি নম্বরে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। পরে সেই নাম্বার বন্ধ করে দিতেন।

বাতেন জানান, ‘এসব নম্বর থেকে কারও কাছে চাঁদা দাবি করা হলে সেটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। চক্রটি এভাবে দেশের আর কোথায় কোথায় চাঁদা দাবি করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।’

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :