পুলিশের পোশাকে চাঁদাবাজি, তিন ভুয়া ডিবিকে ধরল র্যাব

পুলিশের পোশাকসহ অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ডিবি পুলিশকে করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফারুক হোসেন (৫৫), মো. আলাউদ্দিন (৪৪) এবং মো. রুবেল হোসেন।
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়গড়িয়া মাস্টার বাড়ী গীলারচালাস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ডিবি সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-১। এসময় তাদের কাছ থেকে দুটি ডিবি জ্যাকেট, একটি খেলনা ওয়াকিটকি সেট, ওয়াকিটকি রাখার জন্য একটি মোবাইল কেস, একটি নোটবুক, তিনটি মোবাইল সেট, দুটি হাত ঘড়ি, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ দুই হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদে জানা যায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে গড়গড়িয়া মাস্টার বাড়ী গীলারচালাস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি প্রতারক চক্র ডিবি পুলিশের জ্যাকেট পরিধান ও ডিবি পুলিশের ছদ্মবেশ ধারন করে স্থানীয় মানুষদের নিকট হইতে ভয়ভীতি প্রদর্শন করে টাকা পয়সা ইত্যাদি আদায় করতেছে। এই সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ পরিচয়দানকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের দলনেতাসহ তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ হতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ডিবি জ্যাকেট, একটি খেলনা ওয়াকিটকি সেট, ওয়াকিটকি রাখার জন্য একটি মোবাইল কেস, একটি নোটবুক, তিনটি মোবাইল সেট, দুটি হাত ঘড়ি, একটি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ দুই হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/৩০মে/এলএম/কেএম)

মন্তব্য করুন