বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সর ‘ইউনিলিভার’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩১

বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হলো বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান ‘ইউনিলিভার’। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বৃহস্পতিবার বিসিবিতে হওয়া সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।

এশিয়া কাপ থেকেই ইউনিলিভারের পণ্য লাইফবয়ের নামের জার্সিতে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট দলকে।

বিসিবির চাওয়া ছিল শুধু মাত্র আসন্ন এশিয়া পর্যন্তই কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। অবশেষে মোটামুটি বড় মেয়াদের চুক্তিতেই যুক্ত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি হয়েছে বিসিবির। আগের নিয়ম অনুযায়ী বাংলাদেশের ছেলে ও মেয়েদের জাতীয় দল, ছেলেদের ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দল থাকবে এই চুক্তির আওতায়।

ক্রিকেট খেলুড়ে দেশে মূল স্পন্সরের সঙ্গে চুক্তির আর্থিক দিকগুলো প্রকাশ করা হয়। বিসিবিও তা করেছে। কিন্তু এবার নতুন স্পন্সর ইউনিলিভারের সঙ্গে চুক্তির আর্থিক দর প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

(ঢাকাটাইমস/৭ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :