মাশরাফির দুঃসাহসিক সিদ্ধান্ত

দেলোয়ার হোসেন, দুবাই থেকে
| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৪ | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৭

আজকের একাদশে চমক থাকতে পারে, গতকাল সংবাদ সম্মেলনে এমন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল মাশরাফির কথায়। কিন্তু মিরাজকে ওপেনিংয়ে নামিয়ে সেই সারপ্রাইজ দিয়ে বসবেন- এটা কেউ ভাবেননি। এ তো এক দুঃসাহসিক সিদ্ধান্ত।

১৬টি ওয়ানডে খেলেছেন। কিন্তু কখনোই পাঁচের উপরে ব্যাট করতে নামেননি। ফাইনালের মতো বড় ম্যাচে সেই মিরাজকে কিনা নামিয়ে দেওয়া হলো ওপেনিংয়ে!

আসলে সৌম্য সরকারের বাজে ফর্ম ও আস্থার চরম অভাবের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। টানা রান খরার মধ্য দিয়ে যাচ্ছেন সৌম্য। গত ম্যাচে ওপেন করতে নেমে শূন্য রানে আউট হন সৌম্য। তিনি হয়তো তিনে ব্যাট করবেন।

দলে আরেকজন ওপেনার আছেন। কিন্তু গত দুই ম্যাচে সেই ইমরুল কায়েসকে মিডল অর্ডারে খেলিয়ে চমক দিয়ে আসছেন মাশরাফি। আজও পাঁচ নম্বরে ব্যাট করবেন ইমরুল।

উইনিং কম্বিনেশনও ভাঙা হলো আজ। ফাইনালে ব্যাটসম্যান একজন কম নিয়ে একাদশ সাজালো বাংলাদেশ। বাদ পড়েছেন মুমিনুল হক। গত ম্যাচে ভালো করার কারণে, অথবা স্পিন শক্তি বাড়াতে কপাল পুড়লো তার।

ফিরেছেন লেগ স্পিনার নাজমুল ইসলাম অপু। এই এশিয়া কাপেই অভিষেক তার। আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে অভিষেক হয় তার। আঁটসাঁট বল করলেও ২৯ রানের বিনিময়ে রান পাননি তিনি।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :