বগুড়ায় খালেদার মনোনয়নপত্র জমা

বগুড়া প্রতিনিধি
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৮, ১৪:১০

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান বগুড়ার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের কাছে মনোনয়নপত্রটি জমা দেন।

তবে নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণে অনিশ্চয়তা থাকায় মাহবুবর রহমান ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাহ নিজেদের পক্ষেও মনোনয়নপত্র জমা দেন। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তাদের মধ্যে একজন প্রার্থী হবেন ধানের শীষের।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

আদালতে দণ্ড পাওয়া ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না বলে গতকাল হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তা আজ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে খালেদা জিয়ার নির্বাচনের পথ বন্ধ হয়ে গেলে বলে জানাচ্ছেন আইনজীবীরা।

এই আসনের বর্তমান সাংসদ জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর। তিনিও আজ নিজের মনোনয়নপত্র জমা দেন। গত নির্বাচনে আওয়ামী লীগ আসনটি জাপাকে ছেড়ে দিয়েছিল। এবারও এখানে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ।

খালেদা জিয়াকে বিএনপি আরও দুটি আসনে মনোনয়ন দিয়েছে। আসন দুটি হলো ফেনী ১ ও বগুড়া ৭।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :