ডাক্তার ভয়ঙ্কর

ঝিনাইদহ প্রতিবেদক
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০১৯, ১৯:৪৫
অ- অ+

ঝিনাইদহের কালীগঞ্জে একটি বেসরকারি ক্লিনিতে সিজারিয়ান অপারেশন শেষে রক্ত পরিষ্কার করার কাপড় বের করেননি চিকিৎসক। এ নিয়ে জটিলতা দেখা দিলে প্রায় এক মাস পর অন্য একটি ক্লিনিকে আরেকবার পেট কেটে বের করতে হয় সেই কাপড়ের টুকরো।

ভুক্তভোগী রোগীর নাম চামেলী খাতুন। তিনি কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের মোশারেফ হোসেনের স্ত্রী। বৃস্পতিবার ঝিনাইদহ শহরে প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে চিকিৎসক মাছুদুল হক চামেলীর পেট থেকে এই কাপড়ের টুকরো বের করেন।

মোশারফ হোসেন জানান, গত ১৩ ডিসেম্বর কালীগঞ্জ শহরের ফাতেমা ক্লিনিকে তার স্ত্রীর সন্তান প্রসব হয়। আব্দুল্লাহ কাফি নামে একজন চিকিৎসক পেট কেটে সন্তান বের করেন। কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পর তার স্ত্রীর পেটের ভেতর নানা জটিলতা দেখা দেয়।

এরপর চামেলীকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। আর ক্লিনিকে নানা অজুহাতে ৭৫ হাজার বিল তোলার পরও অবস্থার উন্নতি হয়নি। গত ৮ জানুয়ারি ফাতেমা হাসপাতাল থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা রোগীর অবস্থা ভালো নয় বলে জানান। এরপর ঝিনাইদহ প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয় তাকে।

সেখানে চিকিৎসক অপারেশন করে রোগীর পেট থেকে রক্ত পরিষ্কার করা কাপড়ের টুকরা (মফ) বের করেন। সেই সাথে প্রায় দুই কজির মত দুর্গন্ধযুক্ত পুঁজ রক্ত বের করা হয়।

এই অপারেশনে নেতৃত্ব দেওয়া চিকিৎসক মাছুদুল হক বলেন, ‘ফাতেমা ক্লিনিকে যে ডাক্তার অপারেশন করেছিলেন তিনি এই মফ রেখে সেলাই করে দেন।’

তবে ফাতেমা ক্লিনিকের মালিক একরামুল হক তাদের প্রতিষ্ঠানে এই ঘটনা স্বীকার করেননি। তিনি বলেন, ‘ক্লিনিক থেকে সুস্থ রোগী বাড়ি গেছে। বাড়িতে রোগীর ঠিকমত চিকিৎসা না হওয়ায় তার ইনফেকশন হতে পারে।’

যার হাত ধরে চামেলীর সন্তানের জন্ম হয়েছে, সেই চিকিৎসক আব্দুল্লাহ কাফীর দাবি, তিনি সিরাজিয়ান অপারেশন করেননি। ঢাকা টাইমসকে বলেন, ‘আমি কালীগঞ্জে অনেক দিন অপারেশন করিনি। অনেক সময় ক্লিনিক মালিকরা ডাক্তারের নাম ভাঙ্গিয়ে এ ধরনের অপকর্ম করে থাকে। আমি তিনি ঢাকাতে অবস্থান করছি।’

এই প্রসঙ্গে জানতে চাইলে ঝিনাইদহ সিভিল সার্জন রাশেদা সুলতানা বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাটাইমস/১১জানুয়ারি/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা