২১ আগস্ট মামলায় দণ্ডিত দুই সাবেক আইজিপির জামিন

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৯, ১৪:৪৩

একুশে আগস্ট গ্রেনেড মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক দুই আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদাকে জামিন দিয়েছে উচ্চ আদালত।

সোমবার দুই জনের আপিল গ্রহণ করে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ এই আদেশ দেয়।

এই দুই সাবেক পুলিশ প্রধান দুই বছর করে কারাদ- পেয়েছেন। এর মধ্যে ১৪ মাস এরই মধ্যে তারা কারাগারে কাটিয়েছেন। এই যুক্তিতে তাদের ছয় মাসের জামিন দিয়েছে আদালত। তবে এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষে শুনানি করা সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।

দুই আইজিপির পক্ষে শুনানি করা জামিলুর রহমান জানান, দুই সাবেক আইজিপি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। তারা দ-ের বিরুদ্ধে আপিল করেছিলেন। এই আপিল গ্রহণ করে এই আদেশ দেওয়া হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা এবং ২৩ জনকে হত্যার ঘটনায় করা এই মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদ-ের রায় এসেছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

হামলার ১৪ বছর পর গত বছরের ১০ অক্টোবর ওই রায় আসে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদ-ও।

মামলার আসামি ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়। এদের দুই জন ছিলেন জামিন পাওয়া শহুদুল হক ও আশরাফুল হুদা। তাদের কারাদ-ের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও হয়েছে। অনাদায়ে আরো ছয় মাস থাকতে হবে কারাগারে।

আসামিদের প্রশ্রয় দেওয়া এবং সাক্ষ্য-প্রমাণ নষ্ট করে মিথ্যা তথ্য সরবরাহ করার অভিযোগে এই শাস্তি পান বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের দুই আইজিপি। ওই হামলার পর সে সময়ের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের পালিয়ে যেতে সহায়তা করে বলে অভিযোগ ছিল। আর নিরীহ জজ মিয়াকে ফাঁসানোর ঘটনা ফাঁস হয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ওই আমলে এক দফা এবং আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় ফেরার পর আরেক দফা তদন্ত হয়। আর এই পুনঃতদন্তেই তারেক রহমান, সাবেক দুই আইজিপিসহ বেশ কয়েকজন আসামি হন।

গত ১০ অক্টোবরের রায়ে মৃত্যুদ-প্রাপ্তদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য গত বছরের ২৭ নভেম্বর নথি পাঠানো হয় হাই কোর্টে। আর রায়ের বিরুদ্ধে আপিল করেন দ-িতরা।

ঢাকাটাইমস/২১জানুয়ারি/এমএবি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেল: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এই বিভাগের সব খবর

শিরোনাম :