কলেজছাত্র অপহরণ মামলায় চার বন্ধু রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১
অ- অ+

সিরাজগঞ্জে পারভেজ রানা নামে এক কলেজছাত্র অপহরণ মামলায় গ্রেপ্তার হওয়া তার চার বন্ধুর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক মোর্শেদ আলম এ আদেশ দেন।

এরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পারপাচিল গ্রামের নয়ন, একই গ্রামের রাজন, পাঁচঠাকুরী গ্রামের মোবারক ও লুৎফর।

সদর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, অপহরণ মামলায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে অপহৃত কলেজছাত্রকে উদ্ধারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তার সহপাঠী ও বিভিন্ন কলেজের ছাত্ররা।

সকালে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে তারা এ আল্টিমেটাম দেন।

প্রসঙ্গত, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও সদর উপজেলার ভেওয়ামারা গ্রামের পারভেজ রানাকে ২৮ জানুয়ারি বিকালে ফোন করে নিয়ে যায় তার এক বন্ধু। এরপর থেকে পারভেজ রানা নিখোঁজ ছিল। এ ঘটনায় পারভেজ রানার নানা গাজী আব্দুল কুদ্দুস সরকার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে মামলা করেন। ১ জানুয়ারি মামলার চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা