আত্মরক্ষার্থে ভারতের সব পদক্ষেপে পূর্ণ সমর্থন যু্ক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৭
বৃহস্পতিবার বিকেলে সিআরপিএফের গাড়ির বহরে হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ- এনডিটিভি

আত্মরক্ষার্থে ভারত কোনও পদক্ষেপ করলে তাতে পূর্ণ সমর্থন জানানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পুলওয়ামায় হামলার কড়া নিন্দা করে এ ভাবেই ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) গাড়িবহরে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটানার নিন্দা জানিয়ে এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ হামলার পর মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে সন্ত্রাসবাদ ইস্যুতে ফোনালাপ হয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। এরপর সংবাদ সংস্থা পিটিআইকে বোল্টন বলেন, ‘অজিত ডোভালের সঙ্গে আমার কথা হয়েছে। তাকে বলেছি, আত্মরক্ষার্থে ভারত যা পদক্ষেপ গ্রহণ করবে আমেরিকা তার পূর্ণ সমর্থন দেবে।’ খবর আনন্দবাজারের।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়ানোর পাশাপাশি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন বোল্টন। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ‘সন্ত্রাসের আঁতুড় ঘর হয়ে উঠেছে পাকিস্তান। আর সেই সন্ত্রাসবাদীদের মদত জুগিয়ে যাচ্ছে তারা। পাকিস্তান যদি এখনই জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না করে, তা হলে এর ফল ভুগতে হবে তাদের।’

অন্য দিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন, ‘সন্ত্রাসবাদের কারণে বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই দেশের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এখনই বন্ধ করুক পাকিস্তান।’

ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :