‘মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমার ভূমিকা থাকবে’

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩
অ- অ+

বাগেরহাট সদর আসনের তরুণ সংসদ সদস্য প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে কথা বলার, ঘোরাফেরার ন্যায্য অধিকার পাওয়া উচিত। এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমার ভূমিকা থাকবে। এজন্য আমার রাজনৈতিক দল এবং বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। ভালটা জনগণের সামনে তুলে ধরতে হবে। অবশ্য ব্যাড নিউজ ইজ গুড নিউজ, সেটা আপনাদের জায়গা থেকে আপনারা তা তুলে ধরবেন সেই আহ্বান রাখছি।’

রবিবার বিকালে বাগেরহাট প্রেসক্লাবে জুলফিকার আলী লুলু অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘সততা, নিষ্ঠা, আদর্শ, নীতি, মানুষের সেবা এটা আমার দলের নেত্রীর আদর্শ। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে এখানে আমার রাজনীতি করতে আসা। সকলকে নিয়েই তো সমাজ। গত নির্বাচনে প্রচার-প্রচারণার সময় আমার দু-চারটি প্রত্যাশার কথায় হয়তো এখানকার জনগণ স্বপ্ন দেখেছেন, প্রত্যাশা করেছেন, হয়তো মনে করছেন আগামীতে হয়তো সুন্দর একটা জীবন ফিরে পাবেন বা শান্তিতে থাকবেন। এটার জন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে। আমি এককভাবে যদি চেষ্টা করি, তাহলে তা ব্যর্থ হয়ে যেতে পারে। তবে আমি যেটা বলেছি, সেটা থেকে পিছু হটব না। আমি আপনাদের কথা দিয়েছে আমি আমার কথা রাখব। আমার চেষ্টা থাকবে- ব্যর্থতা সফলতা আল্লার উপরে। আমার সবে মাত্র ৩২ বছর বয়স। আমার হারানোর কিছু নেই। তবে এক্ষেত্রে আমার বা আমার দলের কারও ভূমিকা থেকে থাকে তাহলে তা প্রচার করবেন। গত জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমে আমাকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেজন্য আগেও ধন্যবাদ জানিয়েছি আবারও জানাচ্ছি।’

মতবিনিময় অনুষ্ঠানে আরো মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি মোজাফফর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা