ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথমদিনের ভোটগ্রহণ সম্পন্ন

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০২০ কার্যবর্ষের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথমদিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান বাদল জানান, বৃহস্পতিবারও একইভাবে একই সময় পর্যন্ত ভোটগ্রহণ হবে। পরে ইলেকট্রনিক মেশিনে ভোটগণনার পর ফলাফল ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, ১৭ হাজার ৮৯৭ জন আইনজীবী ভোটারের মধ্যে প্রথম দিন ৪ হাজার ৬৪২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এবারের নির্বাচনে মোট ২৭টি পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭ জন।

নীল প্যানেলের সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী মো. হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে সাদা প্যানেলে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান রচি প্রার্থী হয়েছেন।

২০১৮-২০১৯ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতিসহ ১৩টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয়লাভ করে।

নীল প্যানেলের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম দেওয়ান, সহ সভাপতি এ আর মিজানুর রহমান, ট্রেজারার মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মো. নিহার হোসেইন ফারুক, সহ সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ ভুইয়া ছোটন, লাইব্রেরি সম্পাদক মো. জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোরশেদা খাতুন শিল্পী, দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী হয়দার জীবন, খেলাধুলা সম্পাদক মো. মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদক মাহবুব হাসান রানা।

সদস্য পদে আছেন আজহার উদ্দিন রিপন, কাজী রাওশান দিল আফরোজ, এম আর রাসেল, মো. বাবুল আক্তার, মো. ইব্রাহিম খলিল, মো. ইকবাল মাহমুদ সরকার, মো. মেহেদী হাসান জুয়েল, মো. রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মাদ ইব্রাহিম স্বপন, মোহাম্মাদ মোস্তফা কামাল, মো. ইয়াছিন মিয়া, ফারহানা আক্তার লুবনা, নজরুল হক সুভা, শাহীন সুলতানা খুকি ও সাদেকুল ইসলাম ভুঁইয়া জাদু।

সাদা প্যানেলের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মাদ হাবিবুর রহমান, সহ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, ট্রেজারার আব্দুল জলিল আফরাদ কবির, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোহাম্মাদ জাহাঙ্গীর আলম মোল্লা, সহ সাধারণ সম্পাদক মোহাম্মাদ ওমর ফারুক আসিফ, লাইব্রেরি সম্পাদক মো. আতাউর রহমান খান রুকু, সাংস্কৃতিক সম্পাদক শায়লা পারভীন পিয়া, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম কাদির, খেলাধুলা সম্পাদক মো. উজ¦ল মিয়া ও সমাজকল্যাণ সম্পাদক হুমায়ুন খন্দকার টগর।

সদস্য পদে আছেন আয়েশা বিনতে আলী, এএইচএম শফিকুল ইসলাম মোল্লা সোহাগ, হোয়াত আল মাহমুদ জিকু, কাওছার হাসান, মো. সাব্বির হাসান, মো. বাহারুল ইসলাম বাহার, মো. হাসান আকবার আফজাল, মো. ইব্রাহিম হোসেন, মো. জুয়েল শিকদার, মো. মাসুম মিয়া, মো. মাসুম মৃধা, সাইফুল ইসলাম, সৌরভ হোসেন, তানভীর আহমেদ সজিব ও তুষার ঘোষ।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/জেডআর/এআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :