ঢাকা বার নির্বাচনের ভোট গণনা শুক্রবার

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৯, ২৩:০৮

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০২০ মেয়াদের কার্যকরী কমিটি নির্বাচনে দুই দিনের ভোটগ্রহণ বৃহস্পতিবার শেষ হয়েছে। কাল শুক্রবার বেলা তিনটা থেকে ভোট গণনা করা হবে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি প্রথম দিন ভোট নেওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের ভোট গ্রহণের দিন ধার্য থাকলেও ওই দিন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন থাকায় তা স্থগিত করা হয়।

পুনর্নির্ধারিত তারিখে আজ দ্বিতকীয় দিনের ভোট নেওয়া হয়। দুই দিনই সকাল ৯টায় ভোট নেওয়া শুরু হয়। দুপুরে ১ ঘণ্টা বিরতি দিয়ে ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

প্রধান নির্বাচন কমিশনার সমিতির সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল জানান, শুক্রবার বেলা তিনটায় ভোট গণনা শুরু হবে। গণনা শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।

মোখলেছুর রহমান বাদল জানান, ভোটের প্রথম দিন ২৭ ফেব্রুয়ারি ৪ হাজার ৬৪২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। আর আজ বৃহস্পতিবার ৪ হাজার ৭২২ জন ভোট দিয়েছেন। ১৭ হাজার ৮৯৭ জন আইনজীবী ভোটারের মধ্যে দুই দিনে মোট ৯ হাজার ৩৬৪ জন ভোট দিয়েছেন।

কার্যকরী কমিটির ২৭টি পদে মোট ৫৪ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেলের ২৭ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৭টি জন।

নির্বাচনে নীল প্যানেলের সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে লড়েন গতবারের পরাজিত প্রার্থী মো. হোসেন আলী খান হাসান।

অন্যদিকে সাদা প্যানেলে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান রচি প্রতিদ্বন্দ্বিতা করেন।

গত কমিটির (২০১৮-২০১৯) কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতিসহ ১৩টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল জায়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ মাত্র ১৪টি পদে জয়লাভ করে।

(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেল: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এই বিভাগের সব খবর

শিরোনাম :