ডাকসুতে ব্যতিক্রমী প্রচারে নজর কেড়েছেন রাকিব

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:২৪ | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৯, ২১:১৯

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যতিক্রমী কিছু প্রচারণা চালিয়ে সবার নজর কেড়েছেন সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্যানেলের সদস্য প্রার্থী রাকিবুল হাসান রাকিব। তিনি নিজের ব্যালট নং ৫৩ অনুয়াযী প্রতিটি হল এবং বিশ্ববিদ্যালয়জুড়ে ৫৩টি ডাকসু বৃক্ষ রোপণ করেন।

এছাড়া রাকিবুল হাসান রাকিব তার ফেসবুক পেজে লিখেছেন 'প্রত্যেকের নিজ ভাষায় শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত হোক'- এ কথা পুরনো। নতুন করে নতুন কথায় না ভুলিয়ে বাস্তবায়নে নামা জরুরি। 'কে আগে নামবে?', এই নিয়েই বিতর্ক! বিতর্ক ঝেড়ে আমিই শুরু করলাম তবে। গারো ভাষায় নিজের অনলাইন লিফলেট। অন্য সকল ভাষার প্রতিও সমান ভালোবাসা।’

বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী আকতারুজ্জামান শাওন বলেন, ‘রাকিবুল হাসান রাকিব দক্ষ সংগঠক একজন সাদা মনের মানুষ। ক্যাম্পাসে কর্মীবান্ধব ছাত্রনেতাদের মধ্যে অন্যতম। এমন উদ্যোগে সত্যি মুগ্ধ।’

বিজয় একাত্তর হলের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, ‘রাকিবুল হাসান রাকিব একজন পরিশ্রমী এবং দূরদর্শী ছাত্রনেতা। ভালো নেতৃত্ব দেওয়ার জন্য সব ধরনের গুণাবলী তার মধ্যে আছে। তিনি আরও সামনে এগিয়ে যাবেন।’

ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ‘এমন ব্যতিক্রমধর্মী প্রচারণা আমার খুব ভালো লেগেছে। রাকিব ভাইয়ের ক্যাম্পাসে কোনো ব্যানার ফেস্টুন নেই, তিনি একমাত্র নিয়ম মেনে শুধু লিফলেট বিতরণ করছেন এবং তার কাজ করার দৃঢ় সংকল্প আমাদের মুগ্ধ করেছে।’

এস এম হলের শিক্ষার্থী আবু নওয়াজ সরকার বলেন, ‘রাকিবুল হাসান রাকিব একজন দক্ষ সংগঠক, মানবিক ছাত্রনেতা। অসাধারণ সৃজনশীল ও বিভিন্ন বিষয়ের দক্ষ বিশ্লেষক।’ এছাড়া তৌফিকুজ্জামান অপু বলেন, ‘মেধা মননশীলতা সৃজনশীলতাসম্পন্ন একজন উদীয়মান ছাত্রনেতা।’

প্রচারণার বিষয়ে সাধারণ ভোটাররা জানান, এমন ব্যতিক্রমধর্মী প্রচারণা কার না ভালো লাগে, সত্যি আমরা মুগ্ধ।

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে চলছে প্রার্থীদের জোর প্রচার প্রচারণা। প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের কক্ষে কক্ষে। প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদের পাশে থাকার। প্রায় ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। এজন্য এবারের নির্বাচনে উৎসবের আমেজও স্বাভাবিকভাবেই একটু বেশি।

(ঢাকাটাইমস/০৯মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যাপক এবং শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন নিন্দনীয়

শিল্প সমস্যা সমাধানে প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান ইউজিসির

তিন দিনব্যাপী International Conference on Physics অনুষ্ঠিত

নানা আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা, মধ্যরাতে অস্ত্রের মহড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এই বিভাগের সব খবর

শিরোনাম :