বিতরণ কোম্পানিগুলোকে বিইআরসি

‘এলএমজি চাইলে পিস্তল পাওয়া’র আশা ছাড়ুন

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২০:৫১ | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৯, ২০:২৪

বিতরণ কোম্পানিগুলো গ্যাসের দাম যত বেশি বাড়ানোর আবেদন করুক না কেন যৌক্তিক পর্যায়ে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মনোয়ার ইসলাম। তিনি ‘এলএমজি চাইলে পিস্তল পাওয়া’র আশা ছেড়ে যৌক্তিক প্রস্তাব দিতে বিতরণ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিইআরসিতে গ্যাসের মূল্যবৃদ্ধির আবেদনের ওপর শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান।

এ সময় বিইআরসি চেয়ারম্যান জনগণকে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এখনই আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান।

সাম্প্রতিক অতীতে গ্যাসের মূল্যবৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে মনোয়ার ইসলাম বলেন, ‘২০১৭ সালে ৯৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছিল কোম্পানি, বিইআরসি ১১ শতাংশ বাড়িয়েছিল। ২০১৮ সালে ৭৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাবের বিপরীতে কোনো দাম বাড়ানো হয়নি।’

বিইআরসির চেয়ারম্যান বিতরণ কোম্পানিগুলোর প্রতি অনুরোধ করেন, তারা যেন যৌক্তিক পর্যায়ে গ্যাসের দাম প্রস্তাব করে। তিনি বলেন, ‘প্রবাদ আছে, এলএমজি চাইলে কমপক্ষে পিস্তল তো পাওয়া যাবে। এমন ভাবার কোনো কারণ নেই।’

কোম্পানি-ভোক্তাদের প্রস্তাব ও বক্তব্য কমিশন পুরোপুরি নিরপেক্ষভাবে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানান চেয়ারম্যান।

গ্যাসরে দাম বাড়ানো নিয়ে গত ১১ মার্চ শুরু হয় গণশুনানি। গ্যাস বিতরণ কোম্পানিগুলো ১০২ শতাংশ হারে দাম বাড়ানোর প্রস্তাব করেছে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :