শরীরে ফলের রস ঢুকিয়ে মৃত্যুমুখে চীনা নারী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ১০:০৯

ইনজেকশনের মাধ্যমে শরীরে ফলের রস ঢুকিয়ে মৃত্যুমুখে পড়েছিলেন চীনের এক নারী। জানা গেছে স্বাস্থ্য রক্ষার জন্যই এমন কাজ করেছিলেন তিনি। ঘটনার পাঁচদিন পর গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে নেয়ার পর জানা যায়, তার যকৃত, কিডনি, হৃদপিণ্ড এবং ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের হুনান প্রদেশের যিয়াংগান ইউনিভার্সিটি হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, ৫১ বছর বয়সি ওই নারী যে ইনজেকশন নিয়েছিলেন তাতে ২০ ধরনের ফলের রস ছিল। খবর বিবিসির।

ইনজেকশন শরীরে ঢোকানোর পর এই নারীর দেহে চুলকানি শুরু হয় এবং তার তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়। এরপর মুমূর্ষু অবস্থায় গত ২২শে ফেব্রুয়ারি তাকে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি করা হয়। এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি নিজের বাড়িতে ফিরে গেছেন।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্য ব্যবহারকারীরা বলছেন, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে স্বাস্থ্য রক্ষার নিরাপদ উপায় সম্পর্কে মানুষকে আরও বেশি জানানোর প্রয়োজন রয়েছে।

ঢাকা টাইমস/২০মার্চ/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :