শিক্ষার্থীর উদ্যোগে রাবিতে রাইড শেয়ারিং সেবা

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০১৯, ২২:০৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো ব্যক্তি উদ্যোগে রাইড শেয়ারিং সেবা চালু করেছেন এক শিক্ষার্থী। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৫-২৬ সেশনের ওই শিক্ষার্থীর নাম মাসুদ পারভেজ। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেবা দেবেন বলে জানান তিনি।

উদ্যোক্তা মাসুদ পারভেজ জানান, ‘রাইড শুরুর পাঁচ মিনিট আগে ফোন বা এসএমএস-এর মাধ্যমে ক্যাম্পাসে নিজের অবস্থান জানাতে হবে। তারপর পাঁচ মিনিটের মাথায় রাইড চলে যাবে আপনার লোকেশনে এবং পৌঁছে দেবে গন্তব্যে। ক্যাম্পাসের অভ্যন্তরে যে কোন স্থানে যেতে আপনাকে মাত্র ১০ টাকা রাইড চার্জ পরিশোধ করতে হবে।’

তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি কিছু করার ইচ্ছা আমার দীর্ঘদিনের। সে চিন্তা থেকে উবার, পাঠাওয়ের ধারণা আমি কাজে লাগাই। এতে আমার যেমন আর্থিক সুবিধা হবে, অপর দিকে সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীরা নিরাপদ ও আরামদায়ক যাতায়েত করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমি যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আশানুরূপ সাড়া পাই- তাহলে এ সেবাকে আমি অ্যাপের আওতায় নিয়ে আসব এবং রাইডের জন্য মোটরসাইকেলও বৃদ্ধি করব। ছাত্রীদের জন্যও থাকবে ছাত্রী নিয়ন্ত্রিত চালক। যাতে করে ছাত্রীদেরও এ সেবার আওতায় নিয়ে আসা যায়।’

রাইড নিশ্চিত করতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন মাসুদ পারভেজের সঙ্গে। মোবাইল: ০১৭২৮৮৬০৫০০।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :