যৌন নির্যাতন, প্রধান শিক্ষককে পিটিয়ে পুলিশে সোপর্দ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০১৯, ১৮:৪৮
অ- অ+

যৌন নির্যাতনের অভিযোগে ঝিনাইদহ শহরের আলহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিন ছাত্রীকে যৌন নির্যাতন করায় অভিভাবকরা বুধবার দুপুরে স্কুলে গিয়ে তাকে মারধর শুরু করেন। পরে খবর দেয়া হলে দুপুরে পুলিশ গিয়ে আব্দুস সালামকে আটক করে থানায় নিয়ে আসে।

প্রধান শিক্ষক আব্দুস সালাম ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রেণি কক্ষে ৪র্থ শ্রেণির তিন শিশু ছাত্রীকে বিভিন্ন সময় যৌন হয়রানি করতেন প্রধান শিক্ষক আব্দুস সালাম। বিষয়টি অভিভাবকদের জানালে তারা বুধবার দুপুরে প্রধান শিক্ষককে মারধর করেন।

এদিকে যৌন নির্তাতরে অভিযোগে প্রধান শিক্ষক আব্দুস সালামের বিরুদ্ধে বুধবার বিকালে একটি মামলা হয়েছে। কামারকুন্ডু গ্রামের শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন বলে ঢাকাটাইমসকে জানান সদর থানার পরিদর্শক তদন্ত এমদাদুল হক।

ঢাকাটাইমস/১৭এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা