কুষ্টিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১৫:৪৪| আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৬:৪৪
অ- অ+

কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকার সুলতানপুর গ্রামে লাবনী খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শশুরবাড়ির লোকজনের দাবি তিনি আত্মহত্যা করেছেন। তবে গৃহবধূর স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

লাবনী খাতুন মিরপুর পৌর এলাকার সুলতানপুর গ্রামের তুহিন আহম্মেদের স্ত্রী এবং একই মহল্লার সুলতান মন্ডলের মেয়ে।

লাবনীর চাচা দানেজ মন্ডলের বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমার ভাতিজী লাবনীকে তার স্বামী এবং শ^শুর বাড়ির লোকজন টাকা পয়সা চাইতো। টাকা না দেওয়ায় তাকে শারীরিক নির্যাতন চালাতেন। লাবনীকে তার স্বামী ও শশুরবাড়ির লোকজনই অত্যাচার করে মেরে ফেলেছে। এখন তারা বলছে আত্মহত্যা করেছে।’

মিরপুর থানার উপপরিদর্শক লাল চাঁদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ ঘটনার পর থেকে লাবনীর স্বামী তুহিন আহম্মেদ (৩০) পলাতক রয়েছেন।

গত ৫ এপ্রিল মিরপুর পৌরসভার সুলতানপুর একই মহল্লা থেকে দুই সন্তানের জননি সানজিদা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার রেশ না কাটতেই ১৫ দিনের মাথায় একই মহল্লায় এ ঘটনা ঘটলো।

ঢাকাটাইমস/২১এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার করার ওপর গুরুত্বারোপ আমীর খসরুর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা