‘খালেদাকে জেলে রেখে শপথ গ্রহণকারীরা গণদুশমন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৪:৪৯ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৯, ১৪:৪৮

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবে তাদের গণদুশমন বলে আখ্যা দিয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত ছাড়া নেত্রীকে জেলে রেখে কেউ যদি শপথ নেয় তাহলে তারা জাতীয়তাবাদী শক্তির পক্ষে থাকতে পারে না, তারা হলো গণদুশমন। আর জনগণ সময়মতো তাদের বিচার করবে।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। গণমাধ্যমবিরোধী কালো আইন বাতিল, সাংবাদিক হত্যার বিচার, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন।

গত ২৯ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যেও ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত হয়ে চমক দেখান জাহিদুর রহমান জাহিদ। বৃহস্পতিবার দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেন তিনি। জাহিদের শপথের বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

জবাবে বিএনপির নীতিনির্ধারক ফোরামের এই সদস্য বলেন, ‘দলের সিদ্ধান্ত ছাড়া নেত্রীকে জেলে রেখে কেউ যদি শপথ নেয় তাহলে তারা জাতীয়তাবাদী শক্তির পক্ষে থাকতে পারে না, তারা হলো গণদুশমন। জনগণই সময়মতো তাদের বিচার করবে এবং সেটার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে।’

‘কে শপথ নিলেন আর কোথায় শপথ নিলেন না সেটা বিষয় না। দেশের জনগণ ভোট দিতে পারেন নাই, এটা তো আমার কথা না, এটা দেশের জনগণের কথা। যারা আওয়ামী লীগ করে তাদের ৫ শতাংশ লোকও কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন নাই। সুতরাং জনগণ যেখানে ভোট দিতে পারেন না, সে ৩০০ আসনে কেউ জিতে নাই, জয় লাভ করে নাই এবং পরাজিতও হয় নাই।’

গয়েশ্বর বলেন, ‘আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা পার্লামেন্টে যাব না, দলের সিদ্ধান্ত অমান্য করবে সে দলের লোক হবে না। এই সহজ কথাটা আপনারা বুঝে নেন, এতে আমরা ক্লান্ত নই, ভীতও নই। চিৎকার করে জনগণ যেদিন থুথু ফেলবে, সেই থুথুতে তারা ভেসে যাবে সেদিন তারা বুঝবে।’

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াঁজো কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

সাংবাদিক শামছুদ্দীনের মায়ের মৃত্যুতে রওশন এরশাদের শোক

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

এই বিভাগের সব খবর

শিরোনাম :