শ্রীলঙ্কায় হামলায় নিহতের সংখ্যা কমে ২৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৯, ০৯:২৯| আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১০:২১
অ- অ+

ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা ১০৬ জন কমিয়ে ২৫৩ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গণনার ভুলের জন্য মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছিল বলে জানিয়েছে দেশটি। বর্বরোচিত এই হামলার ঘটনায় পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার রাতে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানায় শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত রবিবার শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলসহ মোট আট জায়গায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫৯ জন বলে জানানো হয়েছিল। এছাড়া আরও শত শত মানুষ আহত হওয়ার কথাও জানিয়েছিলেন কর্মকর্তারা। হামলায় নিহতদের বেশিরভাগই শ্রীলঙ্কান। তবে হতাহতদের মধ্যে অনেক বিদেশিও আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কিন্তু বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের সংখ্যা ২৫৩ জন বলে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সব মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে এবং ডিএনএ স্যাম্পলের মাধ্যমে ক্রস চেকিংয়ের পর এ সংখ্যা নির্ধারিত হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন শ্রীলঙ্কান নাগরিক রয়েছে বিবৃতিতে সে বিষয়ে কিছুই বলা হয়নি।

হামলায় জড়িত সন্দেহে বুধবার সকালে আরও ১৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা। এ নিয়ে এখন পর্যন্ত আটক হলেন মোট ৫৮ সন্দেহভাজন।

ঢাকাটাইমস/২৬এপ্রিল/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা