প্রশ্নফাঁস না হওয়ায় শিক্ষামন্ত্রীর স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০১৯, ১৬:৩৩
ফাইল ছবি

গেলবারের তুলনায় এসএসসিতে এ বছর জিপিএ-ফাইভ কমলেও পরীক্ষায় প্রশ্নফাঁস না হওয়ায় স্বস্তিতে রয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পাশাপাশি যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি সেই স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সমন্বিতভাবে এসএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। গেল কয়েক বছরে এবারই প্রথমবারের মতো এসএসসি ও সমমান পরীক্ষার ফলপ্রকাশের আয়োজন হলো- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে।

এর আগে গতকাল বেলা সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন বোর্ডের চেয়ারম্যানরা। এরপরই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা পর্ব শুরুর আগে লন্ডন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো শুভেচ্ছা বাণী পাঠ করে শোনান শিক্ষামন্ত্রী।

এসময় ফলপ্রকাশ অনুষ্ঠানে লন্ডন থেকে টেলিফোনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অনুত্তীর্ণদের অভয় জানান প্রধানমন্ত্রী। টেলিফোনে সংযুক্ত হয়ে শিক্ষামন্ত্রীর মাধ্যমে উপস্থিত সবার উদ্দেশে কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের একটি শিশুও শিক্ষা থেকে বঞ্চিত হবে না।’

এরপর আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করে বিস্তারিত তথ্যউপাত্ত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এবারের ফল ইতিবাচক উল্লেখ করে দিপু মনি বলেন- ‘যেসব প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এমন বিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবছরও ফলের সূচকে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্যণীয়। একই সাথে এবার পরীক্ষার আগে প্রশ্নফাঁসের মতো কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের দায় তদন্ত সাপেক্ষে বিবেচনাবশত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সার্বিকভাবে এ বছর পরীক্ষার পরিবেশ ও ফলপ্রকাশে সরকারের বিভিন্ন পদক্ষেপে জনমনে স্বস্তি ছিল বলেও জানান শিক্ষামন্ত্রী। এ বছর সব বোর্ড মিলে মোট পাসের হার ৮২ দশমিক ২০। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডে ৬ হাজার ২৮৭ জন জিপিএ-৫ পেয়ে পাসের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ০৩।

কারিগরিতে ৭২ দশমিক ২৪ শতাংশ পাশের সাথে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৫১ জন। পাসের হারে সর্বোচ্চ অবস্থান রাজশাহী শিক্ষা বোডেৃর হলেও জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে গেছে ঢাকা বোর্ড। আর পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে সর্বনিম্ন অবস্থান সিলেট বোর্ডের।

ঢাকাটাইমস/০৬মে/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যাপক এবং শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন নিন্দনীয়

শিল্প সমস্যা সমাধানে প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান ইউজিসির

তিন দিনব্যাপী International Conference on Physics অনুষ্ঠিত

নানা আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা, মধ্যরাতে অস্ত্রের মহড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এই বিভাগের সব খবর

শিরোনাম :