নেত্রকোণায় অটোরিকশা চালক খুন, আটক ৩

নেত্রকোনা প্রতিবেদক
  প্রকাশিত : ১৬ মে ২০১৯, ১২:৫২
অ- অ+

পূর্ব শত্রুতার জের ধরে নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের লোকজন সিএনজি চালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম জোবায়ের আলম হাসান (২২)। তিনি কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

হত্যার এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- আলমপুর গ্রামের আবুল কালাম আজাদ, খোকন ও ঝর্ণা আক্তার।

এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন, মা কল্পনা আক্তার ও চাচা ফারুক মিয়া আহত হয়েছেন। তাদের প্রথমে ময়মনসিংহ মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী স্থানীয়দের বরাত দিয়ে জানান, ‘জোবায়ের ও আজাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এর জেরে বুধবার রাত দেড়টার দিকে আজাদ তার লোকজন নিয়ে জোবায়েরকে কুপিয়ে আহত করে। তাকে বাঁচাতে তার বাবা, মা ও চাচাকেও কুপিয়ে আহত করা হয়।’

‘পরে প্রতিবেশীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত তিনটার দিকে চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।’

ওসি আরও জানান, ‘হতাহতের এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযানে অব্যাহত রয়েছে।’

ঢাকাটাইমস/১৬ মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
বিএনপি ক্ষমতায় গেলে চব্বিশের শহীদদের নামে হবে স্থাপনা-সড়কের নাম: তারেক রহমান
হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা