‘শেখ হাসিনা বিশ্বের বুকে বাঙালিকে সম্মানিত করেছেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মে ২০১৯, ২১:০১ | প্রকাশিত : ১৭ মে ২০১৯, ২১:০০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই বাঙালি বিশ্বের বুকে সম্মানিত জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালিদের রাজনৈতিক মুক্তি এনে দিতে পারলেও অর্থনৈতিক মুক্তি এনে দিয়ে যেতে পারেননি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালিকে শুধু অর্থনৈতিক মুক্তিই এনে দেননি, তিনি সামাজিক ও সাংস্কৃতিক মুক্তিও এনে দিয়েছেন।

আমু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাঙালি জাতিকেই সুপ্রতিষ্ঠিত করেননি, তিনি নিজেকেও সফল রাষ্ট্রনায়ক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে দলীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর দীর্ঘদিন নির্বাসিত জীবন যাপন শেষে ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মির্জা আজম এবং ঢাকা মহানগর দণি আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত।

আমির হোসেন আমু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন দেশে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন, দল ভাঙ্গা ও রাজনীতিবিদদের চরিত্র হননে লিপ্ত ছিলেন, সে সময়ে বঙ্গবন্ধুর কন্যা দেশে ফিরেন।

তিনি বলেন, সেই সময়ে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা যে সঠিক সিদ্ধান্ত ছিল আজ তা প্রমাণ হয়েছে। তার সুযোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

আমু আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার পর সাম্প্রদায়িক শক্তিকে যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, সে কারণেই দেশে বার বার জঙ্গিবাদ মাথা চাঁড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

বেগম মতিয়া চৌধুরী বলেন, বিএনপি তার কৃতকর্মের ফল ভোগ করছে। ইতিহাসের অমোঘ নিয়মেই বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান মতা গ্রহন করে যেভাবে কারফিউ দিয়ে খুন ও গুপ্তহত্যা চালিয়েছিলেন, বিএনপি এখন তারই প্রায়চিত্ত করছে।

ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে প্রমাণ করেছিলেন- তিনি দেশের নেতৃত্ব দেয়ার যোগ্য ।

তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশে না ফিরলে আওয়ামী লীগের সংকট দূর করা এবং বঙ্গবন্ধুর হত্যার পর হারানো বাংলাদেশ পুনরুদ্ধার করা সম্ভব হতো না।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর জিয়াউর রহমান কারফিউ দিয়ে দেশ পরিচালনা করেছেন এবং শত শত মুক্তিযোদ্ধা অফিসারকে বিচারের নামে প্রহসনের মাধ্যমে হত্যা করেছেন।

তিনি বলেন, সেই জিয়াউর রহমানকে বিএনপির নেতারা কিভাবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলেন এবং কথায় কথায় তারা মানবাধিকারের কথা বলেন তা কারোরই বোধগম্য নয়।

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তিনবার মতায় এসেছে। তার নেতৃত্বে দেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এটিই হচ্ছে বদলে যাওয়া বাংলাদেশ।

তিনি বলেন, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে গণতন্ত্র, শেখ হাসিনা মানে সমৃদ্ধি। এই অগ্রগতিকে আরো বেগবান করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :