এবার মিন্নিকে ‘চরিত্রহীন’ বানানোর চেষ্টায় কারা?

সওগত আলী সাগর
  প্রকাশিত : ১৮ জুলাই ২০১৯, ১২:১৯
অ- অ+

‘আমি হস্তক্ষেপ না করলে তো মেয়েটাকে চরিত্রহীন বানিয়ে দেয়া হতো’- ফেনীর নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার পর খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করেছিলেন।

নুসরাতকে চরিত্রহীন বানানোর চেষ্টা আসলে শুরুই হয়েছিল। ঘটনার পরবর্তী অধ্যায়গুলোর দিকে মনোযোগ দিয়ে তাকান, ফেনী আর বরগুনা, নূসরাত আর মিন্নির ঘটনার মধ্যে কি অসাধারণ মিল আছে। ফেনীতে ছিলো ওসি মোয়াজ্জেম, বরগুনায় ওসি আবির। ফেনীতেও মিছিল মানববন্ধন হয়েছে, বরগুনায়ও । ফেনীতেও এমপি, চেয়ারম্যানের নাম এসেছে, বরগুনায়ও এমপি চেয়ারম্যানের নাম আছে।

ফেনীতে নুসরাতের মৃত্যু ঘটার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ করার পর পরিস্থিতি পাল্টে যায়। বরগুনায় মিন্নি মরেনি, প্রধানমন্ত্রী এখনো হস্তক্ষেপ করেননি। ফলে মিন্নিকে চরিত্রহীন বানানোর, তাকে ফাসিয়ে দিয়ে গডফাদারদের বাঁচিয়ে দেয়ার চেষ্টায় এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না।

আমি জানি, আপনারা মিন্নি আর নয়নের তথাকতিথ ‘সেক্স ভিডিও’র কথা বলবেন। ভিডিওটা যারা দেখেছেন- তারা দয়া করে নিজের যৌন সম্পর্কের সাথে মিলিয়ে দেখেন তো? কী, স্বাভাবিক মনে হয়? আচ্ছা,এই ভিডিওটা কারা ছড়াল? কোথায় পাওয়া গেছে এই ভিডিও? নয়নের সেলফোনে ছিল? পুলিশের তথাকতিথ ক্রসফায়ারে নিহত হওয়ার পর সেটি পুলিশের হাতে পড়েছে?

তাহলে তো সেটি তদন্তের কাজে ব্যবহৃত হওয়ার কথা। পুলিশের সেটি আদালতে উপস্থাপন করার কথা। সেটি বাইরে ভাইরাল হলো কীভাবে? পুলিশ কি সেটি ছড়িয়ে দিয়েছে? না কি এটি গ্রেপ্তার হওয়া নয়নের সহযোগীদের কাছে ছিল?

তা হলে তো একই প্রশ্ন ওঠে? এই ভিডিওটা কারা ছড়াল? আমি তো মনে করি, তাদেরই বরং আইনের আওতায় আনা দরকার।

দেখুন, প্রধানমন্ত্রীর কথাই কীভাবে অক্ষরে অক্ষরে ফলে যায়। তিনি ‘হস্তক্ষেপ না করলে’ কীভাবে একটি নারীকে চরিত্রহীন বানিয়ে দেয়া হয়!

মিন্নি দোষী কি না, রিফাত হত্যায় তার সম্পৃক্ততা আছে কি না- সেটা তদন্তের এবং আইনি প্রক্রিয়ায় বিচারের বিষয়। কিন্তু তাকে চরিত্রহীন বানিয়ে দেওয়া, যেমন নুসরাতকে চরিত্রহীন বানিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিলো- এই অভিন্ন চক্র কীভাবে তৈরি হলো?

লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা