বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় কোচের মৃত্যু

ডেভিড গর্ডনবিশ্বকাপ ফাইনালের শেষ ওভার ছিল উত্তেজনায় ঠাসা। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও ছিল রোমাঞ্চ। শ্বাসরুদ্ধকর ওই সুপার ওভারেই মারা গেছেন জিমি নিশামের হাই স্কুল কোচ ডেভিড জেমস গর্ডন।
পাঁচ সপ্তাহ আগে হার্ট অ্যাটাক হওয়ায় হাসপাতালে যেতে হয়েছিল গর্ডনকে। অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। রবিবারের ফাইনাল দেখছিলেন বাসার টিভিতে। কিন্তু সুপার ওভারে ১৬ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড ব্যাট করার সময় তিনি শেষ নিঃশ্বাস ফেলেন।
গর্ডনের মেয়ে লিওনি বলেছেন, সুপার ওভারের দ্বিতীয় বলে নিশাম ছয় মারার মুহূর্তে তার বাবার শ্বাস-প্রশ্বাস থেমে যায়। তার বরাত দিয়ে নিউজিল্যান্ডের স্টাফডটকম জানায়, ‘শেষ ওভারে নার্সদের একজন এসেছিল। সুপার ওভার শুরু হতে তিনি বললেন, তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আমার মনে হয় নিশাম ছয় মারার পরপরই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
লিওনি যোগ করেছেন, ‘তিনি খুব হাসিখুশি মানুষ ছিলেন। অসাধারণ চরিত্রবান ছিলেন এবং যেটা করতেন, ভালো লাগা থেকে করতেন।’
অকল্যান্ড গ্রামার স্কুলের শিক্ষক ছিলেন গর্ডন। ২৫ বছর ধরে ক্রিকেট কোচিং করান তিনি। নিশামের মতো লকি ফার্গুসনের গুরু ছিলেন। সাবেক কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিশাম টুইট করেছেন, ‘ডেভ গর্ডন, আমার হাই স্কুলের শিক্ষক, কোচ ও বন্ধু। এই খেলার প্রতি আপনার ভালোবাসা ছিল মুগ্ধ করার মতো। বিশেষ করে যারা আপনার অধীনে খেলেছে তারা ছিল ভাগ্যবান। আশা করি আপনি গর্বিত ছিলেন। সবকিছুর জন্য ধন্যবাদন। শান্তিতে ঘুমান।’
(ঢাকাটাইমস/১৭জুলাই/ডিএইচ)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শিরোপা জয়ের পথ আরো সহজ হলো বায়ার্নের

মুম্বাইয়ের জয়যাত্রা রুখে দিল দিল্লী

বাংলাদেশের পর প্রথম টেস্টের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

বুধবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

তরুণ লঙ্কান ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ আর্থার

মেসি-রোনালদোদের নির্ভার থাকতে বললেন পেরেজ

শেষ মুহূর্তের গোলে লিভারপুলের বিপক্ষে ড্র করল লিডস

মঈন-জাদেজাদের ঘূর্ণিতে রাজস্থানকে হারাল চেন্নাই
