জেনিফার লোপেজ মাদক সম্রাজ্ঞী

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৯, ১০:১৫

হলিউডের জনপ্রিয় পপ সংগীতশিল্পী জেনিফার লোপেজ। গায়িকা হিসেবেই বিশ্বব্যাপী তিনি বেশি পরিচিত। তবে অভিনেত্রী হিসেবেও তার নাম রয়েছে। গানের পাশাপাশি অভিনয়টাও তিনি চালাচ্ছেন সমান গতিতে। এই তারকাকে নিয়ে সব সময়ই ভক্তদের মধ্যে ভিন্নরকম উন্মাদনা থাকে। তাই প্রতিনিয়ত নানা রূপে হাজির হয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন অভিনেত্রী।

সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন রূপ নিয়ে রুপালি পর্দায় হাজির হচ্ছেন গায়িকা ও নায়িকা জেনিফার লোপেজ। এবার তাকে কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গ্লিসেন্ডো ব্ল্যাঙ্কোর জীবনী নিয়ে নির্মিত ছবিতে গডমাদারের ভূমিকায় দেখা যাবে। ছবির নামও রাখা হয়েছে ‘দ্য গডমাদার’। অভিনয়ের পাশাপাশি ছবিটি তিনি প্রযোজনাও করবেন।

ব্ল্যাঙ্কোকে বলা হতো কোকেনের গডমাদার। দীর্ঘ চার দশকের বেশি সময় তিনি কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি, নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন। সত্তর ও আশির দশকে যুক্তরাষ্ট্রে মাদক-বাণিজ্যে বিপ্লব ঘটান তিনি। কারাগারে আটকে রেখেও তার মাদক ব্যবসা বন্ধ করা যায়নি। সেখানেও তিনি নিরাপদে ব্যবসা চালিয়ে গেছেন।

ব্ল্যাঙ্কো জানতেন না তার পরিবার কোথায়। সেখান থেকেই ভয়ংকর অপরাধের বীজ বোনা হয়েছে তার শরীরে-মস্তিস্কে। ১২ বছর বয়সেই তিনি অপহরণের সঙ্গে জড়িয়ে পড়েন। তাকে যে ছেলে পছন্দ করতেন, তাকেই অপহরণ করে অর্থ দাবি করেন ব্ল্যাঙ্কো। এসবই দেখানো হবে ‘দ্য গডমাদার’ ছবিতে।

এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে লোপেজ বলেন, ‘গ্লিসেন্ডো ব্ল্যাঙ্কোর জীবনের গল্প আমাকে অনেক কৌতূহলী করতো। এমন রহস্যময়, অন্ধকারাচ্ছন্ন জীবনকে বড়পর্দায় তুলে ধরার জন্য আমি মুখিয়ে আছি। এ ধরনের চরিত্রে অভিনয় করা যে কোনো অভিনয়শিল্পীর জীবনে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আশা করছি, দারুণ কিছু হবে।’

জেনিফার লোপেজের বিনোদন জগতে পদাপর্ণ অভিনয়ের মাধ্যমেই হয়েছিল। ১৯৮৬ সালে ‘মাই লিটল গার্ল’ ছবিতে একটি ছোট চরিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। ১৯৯৮ সালে ‘আউট অব সাইট’ ছবির মাধ্যমে তিনি লাতিন আমেরিকার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হন। এর পরের বছরই প্রথম গানের অ্যালবাম ‘অন দ্য সিক্স’ বের করে লোপেজ ঢুকে পড়েন সংগীত জগতেও।

ঢাকাটাইমস/৩০ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :