যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনাগ্রহী উ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৯, ১৩:৪৭

ওয়াশিংটন ক্রমবর্ধমান শত্রুতাপূর্ণ সামরিক পদক্ষেপ বন্ধ না করলে পরমাণু কর্মসূচি বিষয়ে সংলাপে কোনো আগ্রহ নেই পিয়ংইয়ংয়ের। যুক্তরাষ্ট্রের সিনিয়র এক দূত উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক আলোচনা ফের শুরু করার দৃষ্টিভঙ্গি নিয়ে সিউল সফরের পর এমন মনোভাব ব্যক্ত করে কিম প্রশাসন। খবর এএফপির।

গত ফেব্রুয়ারিতে হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলন কোনো চুক্তি ছাড়াই ভেস্তে যাওয়ার পর পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা মুখ থুবড়ে পড়ে। এ দুই নেতা গত জুনে ডিমিলিটারাইজড জোনে ফের সাক্ষাৎ করেন এবং কার্যকরি পর্যায়ে সংলাপ পুনরায় শুরু করার ব্যাপারে সম্মত হন। তবে এ আলোচনা এখন পর্যন্ত শুরু হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বাৎসরিক যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে উত্তর কোরিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্বল্প-পাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পিয়ংইয়ং যৌথ মহড়াকে আগ্রাসনের একটি প্রস্তুতি হিসেবে দেখছে।

উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন বিগুন তিন দিনের এক সফরে মঙ্গলবার সিউলে পৌঁছান। তিনি কার্যকরি পর্যায়ের আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। বিগুন বলেন, ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের সঙ্গে যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক মুখপাত্র যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মাঝারি-পাল্লার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার এবং এ অঞ্চলে এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনার সমালোচনা করে সংলাপ ফের শুরু করার ব্যাপারে হতাশা ব্যক্ত করেন। তিনি যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন যা ‘নতুন করে স্নায়ু যুদ্ধের সূত্রপাত’ করতে পারে।

তিনি বলেন, ‘সংলাপ ও আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবেশে সকল বিষয়ের সমাধানের ব্যাপারে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। কিন্তু সামরিক হুমকি অব্যাহত রাখলে সংলাপের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই।’

উল্লেখ্য, উত্তর কোরিয়ার প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ হাজার সৈন্য মোতায়েন রয়েছে।

ঢাকা টাইমস/২২আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

ফের রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন মিখাইল মিশুস্টিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :