নেত্রকোণায় আ.লীগে বিদ্রোহী, বিএনপির একক প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৩
অ- অ+

পঞ্চম ধাপে নেত্রকোণার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৬ জন তাদের প্রার্থিতা দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী খায়রুল ইসলাম ছাড়াও দুইজন বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের সহসভাপতি মহিবুজ্জামান খান লিটন, আ’লীগ নেতা হুমায়ুন কবীর লিটন।

বিএনপি দলীয় একক প্রার্থী তৌছিফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া বাকি চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকাম্মেল হোসেন বাবু, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম।

ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমর কৃষ্ণ দেবনাথ, আ’লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খান হীরা, সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান চন্দন, সাবেক ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান চৌধুরী রেনু, মুখলেছুর রহমান একতেদা ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান আবুল হোসেন তালুকদার।

ভাইস-চেয়ারম্যান মহিলা পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কবি আছমা আক্তার সঞ্চিতা, সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, যুব মহিলা লীগের সভাপতি তানিয়া নাজনীন চৌধুরী রেখা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী আইরিন সুলতানা।

বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহ চলে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জিন্নাত আরা জানান, উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস-চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তিনি আরো জানান, ১৫ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিন। ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। ১৪ অক্টোবর নির্বাচনে ১ লাখ ৮ হাজার ৯৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা