যে কোনো হুমকির বিরুদ্ধে সৌদিকে সমর্থনের আশ্বাস পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৬| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭
অ- অ+

নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার জন্য যে কোনো হুমকির বিরুদ্ধে সৌদি আরবকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের গণমাধ্যম ডন এর অনলাইন প্রতিবেদনে বলা হয়, দুই দিনের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদিতে গিয়েছেন। তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং সিংহাসনের ভবিষ্যৎ উত্তরসূরি মোহাম্মদ বিন আলমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বহুমুখী ও গভীর সম্পর্ককে সমৃদ্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

ভারত অধিকৃত কাশ্মীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ করেন তিনি। ইমরান খান সৌদি নেতাদের বলেন, গত ৫ আগস্ট অবৈধভাবে কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয়ার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি তৈরি করেছেন ভারতের ক্ষমতাসীন মোদি সরকার।

কাশ্মীর পরিস্থিতির চলমান সংকট নিরসনে সেখানে শান্তি ও নিরাপত্তায় প্রতিষ্ঠায় এক সঙ্গে কাজ করতে সম্মত হন সৌদি কর্তৃপক্ষ।

তাছাড়া, গত শনিবার সৌদি আরবের বৃহৎ দুটি তেল স্থাপনায় হামলার ঘটনায় নিন্দা জানান ইমরান।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ পবিত্র আশুরা শোক ও ত্যাগের মহিমাময় দিন
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা