ভিকারুননিসার ‘ত্রুটিপূর্ণ’ নির্বাচন বাতিল চান পরাজিতরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৯, ১৯:১০

রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির নির্বাচন নিয়ে অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থীরা। এটাকে ত্রুটিপূর্ণ ও প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন তারা।

শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

শুক্রবার দিনভর ভোটগ্রহণ শেষে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় রাত দশটার দিকে। পরাজিত প্রার্থীরা সে সময়েই তা প্রত্যাখ্যান করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাধ্যমিক শাখায় অভিভাবক পদে পরাজিত প্রার্থী মো. খোরশেদ আলম বলেন, ‘ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ২০১৯ ত্রুটিপূর্ণ ভোটার তালিকার মাধ্যমে আয়োজন করা হয়েছে। আমরা সেটি প্রত্যাখ্যান করে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানাচ্ছি।’ এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন, ‘ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণয়ন করে তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করা হয়েছে। এজন্য যোগ্য প্রার্থীরা পিছিয়ে পড়েছেন। এতে অভিভাবকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরাজিত প্রার্থী মীর মোহাম্মদ সাহাবুদ্দীন টিপু বলেন, ‘তালিকা যে ত্রুটিপূর্ণ ছিল সেটি প্রমাণ করতে নির্বাচনের শেষ পর্যন্ত আমরা অংশগ্রহণ করেছি। আমাদের অভিযোগ যে সত্য ছিল সেটি নানাভাবে পরিষ্কার হয়েছে।’

‘এই নির্বাচনে ভুয়া ভোট প্রদান করা, একজন প্রার্থীকে একাধিক ভোট দেয়ার সুযোগ তৈরি করা, নির্ধারিত সময়ের মধ্যে ভোটারদের ভোটাধিকার না দেওয়া, ভোট গণনায় প্রার্থী ও গণমাধ্যমকে কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়াসহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন, জেসমিন আক্তার, মো. আব্দুল মজিদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :