সিনহার বিরুদ্ধে হুদার মামলার তদন্ত প্রতিবেদন ৫ ডিসেম্বর

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।
মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার নতুন করে তারিখ ধার্য করেন।
ঢাকার সিএমএম আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন নিশ্চিত করেন।
২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ঘুষ চাওয়ার অভিযোগ তুলে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।
অভিযোগে বলা হয়, মামলাটি প্রথমে খারিজ করার পর রায় পরিবর্তন করা হয়। এই মামলা থেকে অব্যাহতি দিতে নাজমুল হুদার কাছ থেকে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক উৎকোচ চেয়েছিলেন এসকে সিনহা।
ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে চার কোটি টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগে সিনহাসহ আরও ১০ জনের বিরুদ্ধে গত ১০ জুলাই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা নিজের মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন মাস আগে ২০১৭ সালের ১১ নভেম্বর তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেন। আর সেই থেকে তিনি দেশের বাহিরে বসবাস করছেন।
(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এনআই/এমআর)

মন্তব্য করুন