লেবাননে বাংলাদেশি নারী শ্রমিকের মৃত্যু

ওয়াসীম আকরাম, লেবানন থেকে
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৯, ২২:৩০
অ- অ+

লেবাননে এক বাংলাদেশি নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম দেলোয়ারা বেগম।

মঙ্গলবার স্হানীয় সময় ভোর ৫টায় লেবাননের আলজিয়া নামক স্হানে তার মৃত্যু হয়।

দেলোয়ারা বেগমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বালিয়াপাড়ায়। তার মায়ের নাম নূর জাহান বেগম। স্বামীর নাম আবেদীন ভূ্ঁইয়া।

জানা যায়, দেলোয়ারা বেগম প্রায় সাত বছর পূর্বে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন। প্রতিদিনের মতো কাজ থেকে বাসায় ফিরে শারীরিকভাবে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মৃতদেহ আলজিয়া হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে । পরিবারের পক্ষ থেকে তার লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য দূতাবাসের প্রতি আবেদন জানানো হয়েছে।

ঢাকাটাইমস/০৫নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা