হাফ সেঞ্চুরি করা রাহুলকে ফেরালেন আল-আমিন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২১:১৮ | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ২০:৩২

শুরুতেই ‘ভয়ঙ্কর’ রোহিত শর্মাকে বিদায় করেছিলেন পেসার শফিউল ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হন রোহিত। ৬ বলে ২ রান করেন তিনি। গত ম্যাচে ৪৩ বলে ৮৫ রান করেছিলেন রোহিত।

রোহিতের পর আরেক ওপেনার শিখর ধাওয়ানকেও ফেরান শফিউল। ষষ্ঠ ওভারে শফিউলের বলে ছক্কা হাঁকাতে গিয়ে রিয়াদের হাতে ক্যাচ হন ধাওয়ান। ১৬ বলে ১৯ রান করেছেন তিনি।

এরপর ৫৯ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার। ১৩তম ওভারে বোলিংয়ে এসে লিটনের হাতে ক্যাচ বানিয়ে রাহুলকে ফিরিয়েছেন আল-আমিন। ৩৫ বলে ৭টি চারের সাহায্যে ৫২ রান করেছেন রাহুল।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৮ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে নাগপুরে।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতেছিল ভারত। সুতরাং, আজকের ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জিতে নিবে। এর আগের দুই ম্যাচে যারা পরে ব্যাট করেছে তারাই জিতেছে।

আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একাদশে ঢুকেছেন মোহাম্মদ মিথুন। অন্যদিকে, ভারতও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। ক্রুনাল পান্ডের পরিবর্তে সুযোগ পেয়েছেন মনিশ পান্ডে।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :