সাংবাদিকদের কারণে এমন ব্যাটিং বিপর্যয়!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৩৩

ইন্দোর টেস্টের প্রথম দিন চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় মুমিনুল হকের দল।

তবে, এমন ব্যাটিং বিপর্যয়ের কারণ কী? ক্রিকেটাররা কি কোনো মানসিক চাপে আছেন? প্রতিপক্ষ দেখে ঘাবড়ে গিয়েছেন? না এর পেছনে অন্য কোনো কারণ আছে। টাইগার অধিনায়ক মুমিনুল হকের কথায় ব্যাটিং বিপর্যয়ের পেছনে এই সব ফ্যাক্টরই কাজ করেছে।

টি-টোয়েন্টিতে মধ্যম সারির দল নিয়ে খেললেও টেস্টে পুরো শক্তির দল নিয়ে নেমেছে ভারত। তিন পেসার উমেশ যাদব, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মার পেস আগুনেই ঝলসে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। মুমিনুলের কথায়, এখানে উন্নতি করতে হলে টেকনিক্যাল বিষয়গুলোর মানসিকতায় উন্নতি করতে হবে। তার মানে, প্রতিপক্ষ দলের বোলারদের দেখে ঘাবড়ে গেলে চলবে না। শক্তভাবে মোকাবেলা করতে হবে।

বৃহস্পতিবার দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, ‘ওদের প্রতি বোলারই ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করছে। সুতরাং, আপনাকে পেস বোলিং ভালোভাবে খেলতে হবে। এখানে আর কোনো অপশন নেই। পেসারদের মোকাবেলার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি নিজে প্রস্তুত না থাকেন তাহলে এটি আপনার ব্যর্থতা।’

তিনি আরো বলেন, ‘টেস্ট সিরিজের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। গত চার-পাঁচ মাসে আমি ৯টি চারদিনের ম্যাচ খেলেছি। এটা ভালো প্রস্তুতি ছিল। আপনি বলতে পারেন যে, আমরা এই ধরনের বোলারদের বিপক্ষে খেলিনি। আন্তর্জাতিক ক্রিকেট শুধু কৌঁশলের উপর নির্ভর করে না। এখানে মানসিকতায় উন্নতি করার মতো একটা বড় দিক আছে।’

সাংবাদিকদের নিয়ে মুমিনুল হক বলেছেন, ‘আমরা যখন সিরিজ খেলতে নামি তখন আপনাদের একটা বড় ভূমিকা থাকে। কিছু মনে করবেন না প্লিজ। আপনারা এমনভাবে প্রশ্ন করতে থাকেন, যেমন রশীদ খান আছে, সেটা আমাদের সামনে বারবার উল্লেখ করতে থাকেন। আপনি যতই এসব বিষয়ে চিন্তা করতে না চান, বারবার শোনার পর তা আপনাকে ভাবিয়ে তুলবেই।’

বৃহস্পতিবার ইন্দোরে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এদিন টস জিতে ব্যাট করতে নেমে ১৫০ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পরে ভারত ব্যাট করতে নেমে ১ উইকেটে ৮৬ রান করে দিনের খেলা শেষ করে।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :