বাগেরহাটে ‘বুলবুলে’ ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্রীয় ছাত্রলীগ

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:০৬
অ- অ+

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের অসহায় দরিদ্রদের চিকিৎসাসেবা বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত তিন দিন ধরে জেলার শরণখোলা, রামপাল ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগ এই ত্রাণ সহায়তা দেয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ, সদস্য সাইফুল ইসলাম, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে এসব দরিদ্র মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বিশেষজ্ঞ চিকিৎসকের নয়জনের দুইটি মেডিকেল টিম শরণখোলা ও রামপাল উপজেলার ৭৮০ জন দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসাসেবার সাথে ওষুধ বিতরণ করে। এছাড়া ঝড়ে ঘর বিধ্বস্ত হওয়া ৪২টি পরিবারকে এক ব্যান্ডিল করে ঢেউটিন, ২৩৪টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ ও সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপকূলীয় বাগেরহাটের ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছে।’

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা