বাগেরহাটে ‘বুলবুলে’ ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্রীয় ছাত্রলীগ

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:০৬

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের অসহায় দরিদ্রদের চিকিৎসাসেবা বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত তিন দিন ধরে জেলার শরণখোলা, রামপাল ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগ এই ত্রাণ সহায়তা দেয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ, সদস্য সাইফুল ইসলাম, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে এসব দরিদ্র মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বিশেষজ্ঞ চিকিৎসকের নয়জনের দুইটি মেডিকেল টিম শরণখোলা ও রামপাল উপজেলার ৭৮০ জন দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসাসেবার সাথে ওষুধ বিতরণ করে। এছাড়া ঝড়ে ঘর বিধ্বস্ত হওয়া ৪২টি পরিবারকে এক ব্যান্ডিল করে ঢেউটিন, ২৩৪টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ ও সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপকূলীয় বাগেরহাটের ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছে।’

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :