ইরানি জনগণ ঐতিহাসিক পরীক্ষায় উত্তীর্ণ: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯, ০৮:২৩
অ- অ+

ইরানি জনগণ আরেকটি ঐতিহাসিক যুদ্ধে উত্তীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানে বিক্ষোভকারীদেরকে সাধারণ জনগণ দমন করেছে উল্লেখ করে রুহানি বলেন, অর্থনৈতিকভাবে চাপের মধ্যে থাকা সত্ত্বেও ইরানি জনগণ শত্রুর ধ্বংসাত্মক তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আরেকটি ঐতিহাসিক পরীক্ষায় বিজয়ী হয়েছে।

বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকে এ মন্তব্য করেন রুহানি। তিনি বলেন, ইরানি জনগণ প্রমাণ করেছে তারা অর্থনৈতিক দুরবস্থাসহ অন্য যত সমস্যার মধ্যেই থাকুক না কেন তারা কখনো বিদেশিদেরকে এদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে দেবে না।

ইরানে গত শুক্রবার রাত থেকে তেলের বর্ধিত মূল্য কার্যকর করা হয়। এর প্রতিবাদ জানাতে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভে নামে হাজারো মানুষ। ইরানের বিক্ষোভে তাৎক্ষণিক সমর্থন জানায় মার্কিন যুক্তরাষ্ট্র।

বিক্ষোভকারীদের সাধারণ মানুষ দমন করেছে দাবি করে তাদের ধন্যবাদ জানান ইরানি প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এদেশে সংঘাত বাধানোর ক্ষেত্রে শত্রু কতটা সক্ষমতা রাখে তা যেমন প্রমাণিত হয়েছে তেমনি ইরানি জনগণও বিশ্ববাসীকে তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা ও শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার ক্ষমতা দেখিয়ে দিয়েছে।

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অবশ্য দাবি করেছে, ইরানে সহিংস বিক্ষোভে শতাধিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক।

ঢাকা টাইমস/২১নভেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা