গফরগাঁওয়ে আকাশ থেকে পড়ল বিমানের তেলের ট্যাংক

ময়মনসিংহ প্রতিনিধি
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৬
অ- অ+

ময়মনসিংহের গফরগাওয়ে আকাশ থেকে দুটি জ্বালানি ভর্তি ট্যাংক পড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ট্যাংকটির ভিতর থেকে জ্বালানি তেল জাতীয় দ্রব্য বের হচ্ছে।

গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের বড়বড়াই গ্রামের বটতলা নামক স্থানে রবিবার বিকালের এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্যাংকটি দেখতে অনেকেই ভিড় করছেন।

হঠাৎ করে আকাশ থেকে বিমানের তেলের ট্যাংক পড়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সন্ধ্যা সোয়া ৫টার দিকে ঘটনাস্থলে এসে ট্যাংক দুটি উদ্ধার করেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান, পরিদর্শক (তদন্ত) ফায়েজুর রহমান এবং পাইথল ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢালী এগুলো তেলের ট্যাংক বলে নিশ্চিত করেছেন। তবে কোন বিমান থেকে তা পড়ে থাকতে পারে সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাতে পারেননি। বিমান থেকে তেলের ট্যাংক দুটি যান্ত্রিক ক্রটির কারনে পড়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

এদিকে গয়েশপুর বটতলা ও বড়বড়াই গ্রামে দুইটি বস্তু উড়ন্ত বিমান থেকে পড়তে দেখে স্থানীয়রা প্রথমে ভয়ে দূরে চলে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে সেগুলো ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে। একেকটি ট্যাংক ছয় থেকে সাত ফুট লম্বা। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

ঘটনাস্থল পরিদর্শনে আসা বাংলাদেশ বিমানের স্কোয়াড্রন লিডার শাইখ বিন জামান জানান, কি কারনে এমন ঘটনা ঘটলো তা তদন্ত ছাড়া তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/প্রতিনিধি/ডিএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা