লারার রেকর্ড ভাঙতে পারে রোহিত: ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৯
অ- অ+

কিংবদন্তি ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ড ভাঙার সামনে চলে এসেছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু এর আগেই ইনিংস ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। ফলে পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির অ্যাডিলেড টেস্টে অজি ওপেনারকে থেমে যেতে হয় হার না মানা ৩৩৫* রানে।

অপরাজিত তিন শতকের ইনিংস খেলার পর ডেভিড ওয়ার্নার বলেছিলেন, ‘‌লারার রেকর্ড মাথাতেই ছিল না।’‌ কেউ কি আদৌ পারবেন ত্রিনিদাদ রাজপুত্রের রেকর্ড ভাঙতে?‌ ওয়ার্নার বললেন, ‘‌লারার রেকর্ড ভেঙে দিতে পারে রোহিত শর্মা।’‌

রোহিতের ওপর এত ভরসার কারণ?‌ ওয়ার্নারের ব্যাখ্যা, ‘‌দেখুন, এই ধরনের বিষয়গুলো নির্ভর করে ব্যক্তি বিশেষের ওপর। আমাদের এখানে বাউন্ডারি অনেকদূরে। চার–ছয় মারাটা কঠিন। আর ক্লান্তি যখন গ্রাস করে, তখন সেটা আরও বেশি কঠিন হয়ে যায়। এই কারণে ইনিংসের শেষদিকে আমিও দৌড়ে দু’‌রান নিতে চাইছিলাম। কারণ চার–ছয় মারতে পারব, সে বিশ্বাস তখন আর নিজের ওপর ছিল না। তবে যদি প্রশ্ন করেন, লারার ৪০০ রানের রেকর্ড কে ভাঙতে পারে?‌ আমি রোহিতের নাম করব। মনে হয়, পারলে ওই পারবে।’‌ ‌

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা