ফিটনেস পরীক্ষায় বাদ পড়লেন হার্দিক পান্ডে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২০, ১৮:১৮
অ- অ+

নিউজিল্যান্ড সফরের আগে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়ে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডে। নিউজিল্যান্ড সফরের জন্য দল নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ পড়লেন ভারতীয় এই ক্রিকেটার। দুইটি বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষাতে ব্যর্থ হওয়ায় বাদ দেওয়া হয়েছে তাকে। প্রশ্ন উঠছে হার্দিকের ফিটনেস সমস্যার পরও নির্বাচকরা কিসের ভিত্তিতে তাকে দলে ভেড়ালেন?

হার্দিক বাদ পড়ায় ‘এ’ দলে নেওয়া হয়েছে বিজয় শঙ্করকে। চোটে আক্রান্ত পান্ডেকে অন্তত টি-২০ দলে রাখা হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু সেটা হচ্ছে না। এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি। গত বছর সেপ্টেম্বরে কোমরে গুরুতর চোট পেয়েছিলেন। পরে অস্ত্রোপচার করাতে হয় তার। তারপর থেকে তিনি জাতীয় দলের বাইরে। এরই মধ্যে অবশ্য মাঠের বাইরে বাগদত্তার সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। তবে তিনি কবে নাগাদ আবার মাঠে ফিরবেন, তা নিয়ে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরকে তাই স্টেজ রিহার্সাল বলেই ধরছেন ভারতীয় ক্রিকেটাররা। আর তাই হার্দিককে দলে ফেরানোর ব্যাপারে আশাবাদী ছিলেন নির্বাচকরা। তবে তিনি এখনও ফিট নন।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি-২০, ৩টি ওয়ান-ডে এবং ২টি টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। ২৪ জানুয়ারি থেকে থেকে শুর সিরিজ।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুর সদরপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার 
তদন্ত প্রতিবেদন: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ 
বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা গ্রেফতার
মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা