কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ওষুধ ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২০, ১২:০৬| আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১২:৩১
অ- অ+

রাজধানীর ফকিরাপুলে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আবদুল জলিল নামের একজন নিহত হয়েছেন। তিনি একজন ওষুধ ব্যবসায়ী। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল জলিলের স্ত্রীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান বলেন, ভোর চারটার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় আবদুল জলিল আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার সময় মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল জলিলের বাড়ি গাজীপুরের কাশিমপুর পুরাতন বটতলা এলাকায়।

মতিঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়। তবে ওই কাভার্ডভ্যান ও তার চালক পালিয়ে গেছে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা